[ad_1]
তোমার ছোঁয়ায় ইচ্ছেগুলো
শুধুই ঘিরে থাকে,
যখন তখন আপন মনে
জড়াও যে আমাকে।
জানি জানি, বেপরোয়া এই মন
ঘুরে ঘুরে, এসেছে যে এখন,
তুমি আমি রাত হয়ে নেমে যাবো
তুমি আমি আবদার খুঁজে পাবো,
তুমি আমি যাযাবর পাখিদের গান।
তুমি আমি আমাদের ভালোবাসা
তুমি আমি দূরে গিয়ে কাছে আসা,
তুমি আমি ঘুমেদের শেষ অভিমান।।
তোমার নামের শব্দগুলো
হাজার গল্প বলে,
নিজের সুরেই গান হয়ে যায়
নিজের ছন্দে চলে।
জানি জানি, বেপরোয়া এই মন
ঘুরে ঘুরে, এসেছে যে এখন,
তুমি আমি রাত হয়ে নেমে যাব
তুমি আমি আবদার খুঁজে পাব,
তুমি আমি যাযাবর পাখিদের গান।
তুমি আমি আমাদের ভালোবাসা
তুমি আমি দূরে গিয়ে কাছে আসা,
তুমি আমি ঘুমেদের শেষ অভিমান।।
তুমি আমি লিরিক্স – শোভন গাঙ্গুলী :
Tomar choway icchegulo
Shudhui ghire thake
Jokhon tokhon apon mone
Jorao je amake
Jani jani beporoya ei mon
Ghure ghure eseche je ekhon
Tumi ami raat hoye neme jabo
Tumi ami abdar khuje pabo
Tumi ami jajabor pakhider gaan
Tumi ami amader valobasha
Tumi ami dure giye kache asha
Tumi ami ghumeder sesh obhiman
[ad_2]