uro Sadhu Title Song Lyrics (বুড়ো সাধু) Anupam Roy | Lopamudra-bangali song-Lyricsnet – Anupam Roy Lyrics
Singer | Anupam Roy |
Singer | Pranjal Das |
Song Writer | Pranjal Das |
BuroSadhu Title Song Lyrics In Bengali :
যদি দূর থেকে ডাকনাম ধরে ডাকি,
তুমি আলগোছে হাত নাড়ো ইশারায়।
আমি দূর থেকে অস্থির চোখে দেখি,
আবছায়া পথ দু’ঠোঁটের মোহনায়
এসে মিশে গেছে মহানগরের ভিড়ে।
চেনা গল্প অচেনা হতে সময় লাগে না,
সবকিছুই নীলচে ধূসর ভালো লাগে না।
মন খারাপের পুকুর পাড়ে আজ মেঘ জমেছে,
বাড়ছে ভিড়, ভাঙছে তীর
আর জল কমেছে।
চল খুঁজি ভিনদেশী বুড়ো সাধু কে।
গল্প রাতে, অল্প আঘাতে কার
ইচ্ছে সুতো আজ কার যে হাতে,
কে লিখছে গল্প, কে গল্পে মাতে রে হায়..
কে বাসছে ভালো, কে জ্বালছে আলো
কে যে পাতছে আড়ি আর কে তাকালো,
তার পথ থেকে তাকে কে বাঁকালো রে হায়..
মেকি গুঞ্জন ফিকে রোদে ভিজে যায়
তুমি আর আমি নদীটির দূর তীরে
আবছায়া পথ মিশে গেছে মোহনায়।
তাই বলছি আমি, জ্বলছি নিজে
বলার আগে ভাবিনি যে,
শুকনো শরীর মন ভিজে কেন..
কাঁদছি আমি, কাঁদছে আকাশ
আমার দিকে, সামলে তাকাস,
মিথ্যে মায়ায় জলে ঝাঁপাস না যেন।
Originally posted 2020-01-21 16:04:00.