Tui Bihone Lyrics (তুই বিহনে) Samz Vai Bangla Song-bangali song-Lyricsnet – Samz Vai Lyrics
Singer | Samz Vai |
Singer | Pranjal Das |
Music | Ankur Mahamud |
Song Writer | Samz Vai |
Tui Bihone Song Lyrics In Bengali :
কতদিন হয়ে গেল
তোর সাথে কথা হয় না,
কতদিন পার হল
তোর দেখাটাও মেলে না।
জানিতাম না এমন হবে
দু’জন দুদিকে যাবে,
তোর আমার মাঝে হবে
বাধারই দেয়াল।
সময় এত পাষান কেন
বদলায় মানুষ নতুন কোনো,
সুখের টানে ভুলে যায়
কাছের মানুষের খেয়াল।
এ সময় তুই বিহনে
কেমন লাগে তুই বুঝবিনা,
মিছে মায়ার প্রেমের জালে
বাঁধলি ঠিকই, পাশে রাখলি না।
আর কী হবে রাত জাগা
তোর হাতে হাত রাখা,
আর হবেনা সোনালী সকাল
তোর আমার সাথে।
কথা ছিল ছেড়ে যাবে না
থাকা তোর পাশে হল না,
ছিল যত ইচ্ছেরা সব
চোখের জলে ভাসে।
আমার এ মন জানে
কত ভালোবাসি তোরে,
ফেলে আসা স্মৃতি গুলো
কাঁদায় বারেবারে..
এ সময় তুই বিহনে
কেমন লাগে তুই বুঝবিনা,
মিছে মায়ার প্রেমের জালে
বাঁধলি ঠিকই, পাশে রাখলি না।
চাইলে তুই আমার আঁধার ঘরে
আলো হতে পারতি,
তুই নেই ভেবে অশ্রুজলে
যখন হয় রাতদিন।
আজ কার কোলেতে মাথা রেখে
সুখের স্বপ্ন দেখিস,
আজ কাকে ভালোবেসে তুই
আমায় ভুলে গেছিস।
এ সময় তুই বিহনে
কেমন লাগে তুই বুঝবিনা,
মিছে মায়ার প্রেমের জালে
বাঁধলি ঠিকই, পাশে রাখলি না।
Originally posted 2020-01-21 16:06:00.