তোর সাথে দেখা স্বপ্ন আমার
কথা ছিল সাথে হেঁটে চলার,
তোর সাথে দেখা স্বপ্ন আমার
কথা ছিল সাথে হেঁটে চলার,
তুই যে ছিলিস পাশে
কিভাবে যে হৃদয় কাঁদে,
তুই যে ছিলিস পাশে
কিভাবে যে হৃদয় কাঁদে ..
তোর দেওয়া সেসব কথা
হয়ে গেলো আজ বৃথা যে,
তবে আমার হৃদয় জানে
ভালোবাসার আসল মানে।।
দুঃখ নেই হেরে গিয়ে
তুই যে আজ অন্য কারোর,
কোনো বারণ নেই যে আর
খুঁজে চলেছি বাঁচার কারণ।
তুই যে ছিলিস পাশে
কিভাবে যে হৃদয় কাঁদে,
তুই যে ছিলিস পাশে
কিভাবে যে হৃদয় কাঁদে ..
তোর দেওয়া সেসব কথা
হয়ে গেলো আজ বৃথা যে,
তবে আমার হৃদয় জানে
ভালোবাসার আসল মানে।।
তোর দেওয়া সেসব কথা লিরিক্স – রূপক তিয়ারী :
Tor sathe dekha shopno amar
Kotha chilo sathe hete cholar
Tui je chilish pashe
ki vabe hridoy kadey
Tor Deowa Seshob Kawtha
Hoye gelo aaj britha je
Tobe amar hridoy jane
Bhalobashar asol mane
Dukkho nei here giye
Tui je aaj onno karor
Kono baron nei je aar
Khuje cholechi banchar karon