Obhimani Prem Song Lyrics (অভিমানী প্রেম) T K Tareq-lyricsnets

 

যদি কখনো আকাশ কাঁদে বৃষ্টি হয়ে

ভেবোনা তুমি এই আমার

জমাট অভিমানী।

যদি কখনো ফুলে ফুলে

ভ্রমর আসে ফিরে ফিরে,

ভেবোনা তুমি এই আমার

নীরব পিছুটান।

শীতের সকালে কুয়াশা ভেজায়

তোমার উঠোন,

দু’পা ফেলে সোনা বন্ধুয়ারে।

এ আর কিছু নয়

এই আমার শুভ্র প্রেমের আহ্বান,

বদলে যাওয়া ভালোবাসার অভিধান।

ভুল যত সংশয় মিথ্যে করেই অভিনয়

আবার ফিরে আসা কি যায় না?

একবার ফিরে দেখো

প্রথম প্রেমের মতো,

আবার শুরু হোক আবেগি প্রণয়।

কথা দিলাম,

এই প্রেম কভু যাবো না ভুলে,

আসলে আসুক, বিষাদী প্রলয়।

গানে গানে আজ তাই

জানিয়ে দিলাম এ আর কিছু নয়,

এই আমার শুভ প্রেমের আহ্বান।

অভিমানী প্রেম লিরিক্স – হাবিব ওয়াহিদ ও তারিক :

Jodi kokhono akash kande bristi hoye

Vebona tumi ei amar

Jomat Obhimani

Jodi kokhono phule phule

Bhromor phire phire asey

Bhebona tumi ei amar

Nirob pichutaan

 

Leave a Comment