Hridayer Gaan Shikhe To Gaay Go Sabai Lyrics (হৃদয়ের গান শিখে তো) Manna Dey-bangali song-Lyricsnet – Manna Dey Lyrics
Singer | Manna Dey |
Music | Saregama India Ltd |
Song Writer | Pulak Banerjee |
Hridayer Gaan Shikhe To Gaay Go Sabai Song Lyrics In Bengali :
হৃদয়ের গান শিখে তো
গায় গো সবাই,
ক’জনা হৃদয় দিয়ে গাইতে জানে,
নয়নে কাজল সে তো সবাই পরে
ক’জনা তোমার মত চাইতে জানে
হৃদয়ের গান শিখে তো
গায় গো সবাই।
কত না রঙ বাহারী ফুলের মালায়
খোঁপাটি বাহার করে সবাই সাজায়,
জুঁই ফুল এমন করে এলো খোঁপায়
ক’জনা তোমার মত ছাইতে জানে,
হৃদয়ের গান শিখে তো
গায় গো সবাই।
কাহিনী গল্প গাঁথা কত
কি কয় সকলে,
এভাবে মনের কথা
বল না আর কে বলে।
সবারই জীবনে প্রেম হয়তো আসে
জানি না এমন ভালো আর কে বাসে,
স্বপনের সোনার তরী কূল হারিয়ে
ক’জনা তোমার মত বাইতে জানে।
হৃদয়ের গান শিখে তো
গায় গো সবাই,
কজনা হৃদয় দিয়ে গাইতে জানে,
নয়নে কাজল সে তো সবাই পরে
কজনা তোমার মত চাইতে জানে
হৃদয়ের গান শিখে তো
গায় গো সবাই।
Originally posted 2020-01-21 16:00:00.