Chitatei Sob Sesh Lyrics (চিতাতেই সব শেষ) Kishore Kumar | Ei To Jiban-bangali song-Lyricsnet – Kishore Kumar Lyrics
Singer | Kishore Kumar |
Music | Ajoy Das |
Song Writer | Gauri Prasanna Majumdar |
Chitatei Sob Sesh Song Lyrics In Bengali :
এই তো জীবন,
হিংসা বিবাদ লোভ, ক্ষোভ বিদ্বেষ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ।
এইতো জীবন..
কেন দিসরে চুমুক তবে বিষয়ের বিষে,
সবি তো ধূলোয় যাবে মিশে।
থাকবেনা গায়ে তোর
ঝলমলে দামী ওই বেশ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ,
এই তো জীবন ..
সাধের এই দেহটাও
এক মুঠো সাদা ছাই হবে,
সবি তো পিছে পড়ে রবে।
চুকে যাবে সময়ের
যত কিছু হিসেব নিকেশ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ,
এই তো জীবন
হিংসা বিবাদ লোভ, ক্ষোভ বিদ্বেষ,
চিতাতেই সব শেষ,
হায় চিতাতেই সব শেষ,
এইতো জীবন..
Originally posted 2020-01-21 15:44:00.