Bolo Dugga Maa Lyrics (বলো দুগ্গা মা) Durnibar | Saswati -bangali song-Lyricsnet – Durnibar Saha & Saswati Bhattacharjee Lyrics
Singer | Durnibar Saha & Saswati Bhattacharjee |
Music | Shamik Guha Roy |
Song Writer | Suman Micky Chatterjee |
Bolo Dugga Maa Song Lyrics In Bengali :
শরৎ এলো মাটির টানে
ছুটিতে এলোমেলো মন,
পুজোর গন্ধে রন্ধ্রে রন্ধ্রে
সিঙ্গেল থাকবো না এখন।
টিন্ডারে সেজেগুজে, পার্টনার খুঁজে’খুঁজে
পেয়েছি তোমারই দেখা,
এক ঝলক হাসি মেখে
কাজল টানা চোখ দেখে ,
গজালো প্রেমের এ পাখা।
পড়লো ঢাকের কাঠি
আজ শুরু পুজোর পার্টি,
সারারাত বাড়ির দেখা নাই।
লালপাড় হলুদ শাড়ি
উড়ু’উড়ু চুল তোমারই
প্যান্ডেল হপিং করে যাই।
আগমনী গানের সুরে
ধুনুচি নাচ ঘুরে ঘুরে
প্রার্থনা তোমার ঠিকানায়।
কাঁসর ঘন্টা বাদ্দি বাজে
সাজলো শহর আলোর সাজে
বলো বলো দুগ্গা মায়ের জয়, জয়, জয়, জয়।
দেখলে তোমায় মন করে কেমন কেমন
একটু ছোঁয়া পেতে চায়,
শিউলির গন্ধে সপ্নে রোমান্স টোমেন্স
লিপস্টিক ভ্যানিশ হয়ে যায়।
পুজোর গানে ছুটি যেখানে
শুনি শুধু তোমারই আওয়াজ।
প্যান্ডেলের আড়ালে ধুনুচি নাচের তালে তালে
তোমাকে কথা দিলাম আজ।
টিন্ডারে সেজেগুজে, পার্টনার খুঁজে’খুঁজে
পেয়েছি তোমারই দেখা,
এক ঝলক হাসি মেখে
কাজল টানা চোখ দেখে ,
গজালো প্রেমের এ পাখা।
পড়লো ঢাকের কাঠি
আজ শুরু পুজোর পার্টি,
সারারাত বাড়ির দেখা নাই।
লালপাড় হলুদ শাড়ি
উড়ু’উড়ু মন তোমারই
প্যান্ডেল হপিং করে যাই।
হাত ধরে পাড়ায় পাড়ায়
ও আমার গ্লেমার বাড়ায়
হিল তোলা পার্টিতে যায়,
আকাশে আতশবাজি,
মন আমার পেলো রাজি
বাইক এর পেছন সীটে চাই, চাই, চাই, চাই।
বলো দুগ্গা মাইকী জয়..
বলো দূর্গা মাইকী জয়..
কাশের বনে হওয়ার হাসি
নীল আকাশে ভেসে চলে,
অষ্টমীর অঞ্জলীর ফুলে
মায়ের হাসি মুখ আমায় বলে।
হলো আজ অপেক্ষার অবসান
মা দুগ্গা ও রাজি,
প্যান্ডেলের আড়ালে ঢাকের কাঠি তালে তালে
তোমাকে কথা দিলাম আজই।
পড়েছে ঢাকের কাঠি
এবার শুধু পুজোর পার্টি,
সারারাত বাড়ির দেখা নাই।
লালপাড় হলুদ শাড়ি
উড়ু’উড়ু মন তোমারই
আজ আমার বিষম লেগে যায়,
আগমনী গানের সুরে
ধুনুচি নাচ ঘুরে ঘুরে
প্রার্থনা তোমার ঠিকানায়।
আকাশে আলোর ছটা
প্যান্ডেলে বাজি ফাটা
জয় মা দুগ্গার জয়, জয়, জয়, জয়।
বলো দুগ্গা মাইকী জয়..
বলো দূর্গা মাইকী জয়..স না..
Originally posted 2020-01-21 15:34:00.