Bishorjon Lyrics (বিসর্জন) Sanjhbati | Shaan | Dev | Paoli-bangali song-Lyricsnet

Bishorjon Lyrics (বিসর্জন) Sanjhbati | Shaan | Dev | Paoli-bangali song-Lyricsnet – Shaan Lyrics

 https://www.lyricsnets.com/

Bishorjon Song Lyrics In Bengali :

কে আমায় ডাক দিলি রে ঘুমের ঘোরে?
ঢাকের ওই বাদ্যি বাজে গোলির মোড়ে,
তোকে আজ লাগছে ভালো বিশেষ করে
আয় চলে আয় দু’হাত তুলে
নাচতে যাবো আয় আয়,
ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,
ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দাদা
ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,
ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দাদা,
রে দিদি, রে দাদু, হে।

ভাসানের ম্যাজিক জানি ছুমন্তর
তোর সাথে যাবো আমি তেপান্তর,
ওই দেখ সিঁদুর রাঙা আকাশে
দেখা যায় মায়ের হাসিমুখ ভাসে।

কেউ আজ থাকবে না রে একলা ঘরে
ঢাকের ওই বাদ্যি বাজে মনের ভেতরে,
তোকে আজ লাগছে ভালো বিশেষ করে
আরে আয় চলে আয় দু’হাত তুলে
নাচতে যাবো আয় আয়,
ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,
ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দাদা
ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,
ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দাদা,
রে দিদি, রে দাদু, হো হো।

কাশবন দুলছে দেখো আনন্দে
আমরাও মেতেছি সেই ছন্দে,
ধ্যানকুর ধ্যানকুরাকুর আওয়াজে
মন আর লাগছে না কোনো কাজে .

কেউ আজ থাকবে না রে একলা ঘরে
ঢাকের ওই বাদ্যি বাজে মনের ভেতরে,
তোকে আজ লাগছে ভালো বিশেষ করে
আয় চলে আয় দু’হাত তুলে
নাচতে যাবো আয় আয়,
ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,
ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দাদা
ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,
ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দিদি
ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,
ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দাদা
ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,
ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দাদা,
রে দিদি, রে দাদু, রে দিদি হে হে।

Originally posted 2020-01-21 15:46:00.

Leave a Comment