Bhubon Dangar Hashi Lyrics (ভুবন ডাঙ্গার হাসি) Topu | Nancy -bangali song-Lyricsnet – Topu & Nancy Lyrics
Singer | Topu & Nancy |
Music | Prince Mahmud |
Song Writer | Prince Mahmud |
Bhubon Dangar Hashi Song Lyrics In Bengali :
সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি,
তোমায় দিলেম মধ্যদিনের,
টিনের চালের বৃষ্টি রাশি,
আরও দিলাম রৌদ্রধোয়া সবুজ ছোঁয়া
পাতার বাঁশি।
মুখে বললাম না, বললাম না রে ভালবাসি।
সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি।
হারাবো হৃদয় টানে, ভালবাসার একটু মানে
ইচ্ছে করছে দুজন মিলেই খুঁজি,
আবেগে মেঘের ভেতর, পৃথিবীর সব আদর,
তুমি হবে আমার ভেবে দুচোখ বুজি।
প্রজাপতি হৃদয়টাই আমাতে নেই,
এ যে কি হল আমার, কোথায় আমি ভাসি।
তোমাকেই,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
তোমাকে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
তোমাকে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
তোমায় দিলেম মধ্যদিনের,
টিনের চালের বৃষ্টি রাশি,
আরও দিলাম রৌদ্রধোয়া সবুজ ছোঁয়া
পাতার বাঁশি।
মুখে বললাম না, বললাম না রে ভালবাসি।
তোমাকে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি।
Originally posted 2020-01-21 15:41:00.